ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ১০:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বাঘায় মোবাইল দোকানে দুর্ধর্ষ ডাকাতি!

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, May 30, 2023 - 9:17 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 44 বার

বাঘা(রাজশাহী)প্রতিনিধি : রাজশাহীর বাঘা উপজেলার বঙ্গবন্ধু চত্বরের হামিদা প্লাজার মোল্লা এন্টারপ্রাইজ( মোবাইল শোরুম)এ দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। দায়িত্বে থাকা নৈশ প্রহরীর অজান্তেই দোকানে এ ডাকাতি করে ডাকাতদল। এসময় ডাকাতরা দোকানের সাটারের ২টি তালা ভেঙ্গে দোকানে থাকা বিভিন্ন কোম্পানির ১৫০ টি মোবাইল ফোন ও নগদ টাকাসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় বলে জানাযায়।

 

মোল্লা টেলিকম দোকানের মালিক রুসনাল আহমেদ সুমন বলেন, আমার দোকানের কর্মচারী প্রতিদিনের ন্যায় সকল হিসাব শেষে রাত ১০ টায় দোকান বন্ধ করে। আজ মঙ্গলবার ৩০ মে সকালে এসে দেখি রাতে দোকানের সাটারের তালা কেটে ভিতরে প্রবেশ করে ক্যাশ ডয়ারের তালা ভেঙ্গে নগদ ৩ লক্ষ ৮ হাজার ৯০ টাকাসহ দামী বিভিন্ন ব্যান্ডের প্রায় ১৫০ টি মোবাইল সহ সিসি ক্যামেরার সকল মেশিং এবং অন্যান্য মালামাল ডাকাতি করে নিয়ে চলে গেছে। ডাকাতি শেষে দোকানের সাটারের বাহিরে তাদের নতুন তালা লাগিয়ে চলে যায়। আমার দোকানে সবমিলে প্রায় ৪০ লক্ষটাকার ডাকাতি হয়েছে।

এ বিষয়ে নৈশ প্রহরীখাইরুল ইসলাম বলেন , ভোরে ফজর নামাজ পরে আমি এই মার্কেটের( মোল্লা টেলিকম দোকানের) নিচে টয়লেটে এসেছি। টয়লেট শেষে ৩য় তলায় অবস্থিত মাদ্রাসার হুজুর নাজিম উদ্দিনের আসার সময় দেখাও হয়েছে। তখনও ডাকাতির কোন আলামত আমি বুঝতে পারিনি।

বঙ্গবন্ধু চত্বরে দোকান বাজার ব্যবসায়ী নিরাপত্তা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম বলেন, আমাদের বাজারে এতো বড় ডাকাতি আমি মেনে নিতে পারছি না নৈশ প্রহরী থাকা অবস্থায়। উপজেলা প্রাণকেন্দ্র অবস্থিত এই বঙ্গবন্ধু চত্বরে কিভাবে এটা সম্ভব হলো। সার্বক্ষণিক পুলিশ টহল গাড়ী থাকে চত্বরে ই।

বাঘা থানার ওসি মো,খায়রুল ইসলাম জানান, ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি খতিয়ে দেখে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।