ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ১০:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

কেরানীগঞ্জে ডিজিটাল জরিপ নিয়ে গণসংযোগ সভা অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, May 30, 2023 - 9:19 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 77 বার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ভূমি সেবা ডিজিটাল বদলে যাচ্ছে দিনকাল শ্লোগানকে সামনে রেখে কেরানীগঞ্জের বিভিন্ন মৌজার ডিজিটাল জরিপ বিষয়ে গণসংযোগ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে আটি বাজারের জয়নগর মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। কেরানীগঞ্জ উপজেলা সেটেলমেন্ট অফিসের আয়োজনে কেরানীগঞ্জ সেটেলমেন্ট অফিসার মোঃ শহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সেটেলমেন্ট অধিদপ্তরের উপসচিব মোঃ আশরাফ হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ ও কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সল বিন করিম প্রমুখ। অনুষ্ঠানে অন্যানাদের মাধ্যে আরো উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার(ভূমি) মোঃ সাহাদাৎ হোসেন,কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিন সহকারী কমিশনার(ভূমি) আমেনা মারজান প্রমুখ। অনুষ্ঠানে আগত ভূমি মালিকদের সচেতন করার জন্য জরিফ বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।