ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১১:৫৬ অপরাহ্ন

মির্জাপুরে ভাওড়া নয়াপাড়া বাজারে এক রাতে ৬ দোকানে চুরি

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, December 17, 2020 - 11:25 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 294 বার

মোঃ রুবেল মিয়া, মির্জাপুর( টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে ভাওড়া ইউনিয়নের ওয়ার্শী বালিয়া রোড সংলগ্ন ভাওড়া নয়াপাড়া বাজারে এক রাতে ৬টি দোকানে চুরি হয়েছে। চোরের দলেরা এই বাজার থেকে ৬ দোকান থেকে নগদ টাকাসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল চুরি করে নিয়েছে বলে ধারনা করা হচ্ছে ।

জানা গেছে, বুধবার রাতে প্রতিদিনের ন্যায় ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বাড়ি চলে যান এবং পরদিন সকালে খবর পেয়ে বাজারে এসে দেখে ৬ দোকানের এমন চুরির কর্মকাণ্ড। বাজারের ছয় দোকানদারের মধ্যে হচ্ছে, আয়নাল হকের মুদি দোকান থেকে নগদ ৬৫ হাজার টাকাসহ প্রায় ৫ লাখ, মিনহাজ মিয়ার ২ লাখ ৫০ হাজার টাকার কাপড়, মো. সালাম মিয়ার ১ লাখ ২০ হাজার টাকার ওষুধ, উজ্জল হোসেনের প্রায় ৫০ হাজার টাকার ওষুধ, জলিল মিয়ার প্রায় ২৫ হাজার টাকার ও সিদ্দিক মিয়ার প্রায় ৩০ হাজার টাকার মুদি মালামাল চুরি করে নিয়ে যায় চোরের দলেরা।
ভাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। স্থানীয় বাসিন্দা লিয়াকত ( প্রবাসী) সাংবাদিক কে বলেন বাজার তুলানায় পর্যাপ্ত পাহারাদার নেই বিধায় আমার চাচার দোকানসহ অন্য দোকান গুলোর এমন পরিস্থিতির স্বীকার হয়েছে আপনাদের মাধ্যমে এর সুষ্ঠু তদন্ত হোক।

এ ব্যাপারে মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) গিয়াস উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। চুরির ঘটনায় চোর শনাক্ত ও মালামাল উদ্ধারের জন্য চেষ্টা চলছে বলে তিনি জানান।