ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ৯:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

জিয়াউর রহমানের ৪২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সংক্ষিপ্ত সভা ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, June 4, 2023 - 3:10 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 47 বার

মাহমুদুর রহমান (তুরান) ফরিদপুর জেলা প্রতিনিধিঃবিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের ৪২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফরিদপুর মহানগর বিএনপি উদ্যোগ ও সংগঠনের আহবায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গীর সভাপতিত্বে আজ রবিবার বেলা সাড়ে বারোটায়

স্থানীয় পৌর অডিটোরিয়ামের সম্মুখে এক সংক্ষিপ্ত সভা ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, ফরিদপুর মহানগর বিএনপি সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, ফরিদপুর জেলা বিএনপি’র ,যুগ্ম আহবায়ক আতাউর রশীদ বাচ্চু, যুগ্ম আহবায়ক আযম খাঁন, জেলা ছাএদলের যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম লিংকন প্রমুখ।

সংক্ষিপ্ত সভায় বক্তারা জিয়াউর রহমানের রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন – বর্তমান সরকার বিরোধীদলের আন্দোলনে ভীত হয়ে দমন-পীড়নের পথ বেছে নিয়েছেন। বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আগামীতে কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না। আগামী দিনের আন্দোলন সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করার আহ্বান জানান।