ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ১০:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

বয়স্কভাতার প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ করছে গ্রাম পুলিশ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, June 4, 2023 - 3:08 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 71 বার

মল্লিক মো. জামাল : বরগুনার তালতলী উপজেলার ২ নং ছোট বগী ইউনিয়নে ৫ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ পরিতোষ বিশ্বাস, বয়স্কভাতার প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ এর অভিযোগ পাওয়া গেছে, ভুক্ত ভোগী জগদীশ চন্দ্র হাওলাদার ও কেশবচন্দ্র জানান পরিতোষ চৌকিদার নিজে আমাদের বাড়িতে গিয়ে বলে আমার কাছে তিনটি বয়স্ক ভাতার নাম রয়েছে, ৫০০০ হাজার টাকা দিলে আপনার নামে ভাতা পাবেন, তখন আমার কাছে কোন টাকা ছিলো না,তখন বিভিন্ন জনের কাছ থেকে ধার দেনা করে আমি পরিতোষ চৌকিদারের কাছে ৫০০০ টাকা গুনে দিয়েছি,

তিন বছরের বেশি সময় হয়ে গেছে এখন পর্যন্ত বয়স্ক ভাতার নাম পাই নাই, ৩১ /০৫/ ২০২৩ মঙ্গলবার আমি আমার দেওয়া টাকা ফেরত চাইতে গেলে বলে উপজেলা সমাজ সেবা অফিসে আপনাদের নাম পাশ হয়েছে, পরে আমি ও কেশব বাবু সমাজ সেবা অফিসে যোগাযোগ করে দেখি এখানে কোন নাম তালিকায় নাই, এরপর আমরা উপজেলা নির্বাহী অফিসারের বরাবর টাকা আত্মসাৎ ও হয়রানির বিচার চেয়ে লিখিত অভিযোগ দায়ের করছি।