ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ৫:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ময়মনসিংহ সদরে ইউপি চেয়ারম্যান, সদস্য ও সচিবদের মৌলিক প্রশিক্ষণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, June 11, 2023 - 7:53 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 40 বার

মোঃ আরিফ রববানী, ময়মনসিংহ : স্থানীয় পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠা ও সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড জনগনের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষে ময়মনসিংহ সদর উপজেলার ইউপি চেয়ারম্যান, সদস্য ও সচিবদের মাঝে ইউনিয়ন পরিষদ সম্পর্কিত মৌলিক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ই জুন) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এন আই এলজি)আয়োজনে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালী যুক্ত থেকে বক্তব্য দেন,ময়মনসিংহ জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান । জেলা প্রসাশক মোস্তাফিজার রহমান বলেন, স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধিদের বিভিন্ন কর্মকান্ড সঠিকভাবে পালন করতে হবে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব ও মেম্বারদের সরকারের নির্দেশনা অনুযায়ী করণীয় নিয়ে দীর্ঘসময় আলোচনা করেন তিনি। এছাড়াও বক্তব্য রাখেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও প্রশাসনিক কর্মকর্তা আব্দুল সালাম এর সঞ্চালনায় এ সময় স্থানীয় সরকার উপপরিচালক সফিকুল ইসলাম উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশরাফ হোসাইন, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশন এর সভাপতি ও সিরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু সাঈদ সহ উপজেলার সিরতা,চর নিলকক্ষিয়া, দাপুনিয়া,ভাবখালী,চর ঈশ্বরদিয়া,খাগডহর এই ৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও সচিবরা উপস্থিত ছিলেন। ১০,১১,১২ ই জুন তিন দিনব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, ইউপি সদস্য ও সংরক্ষিত নারী আসনের সদস্যবৃন্দ।