ঢাকা | ডিসেম্বর ২৯, ২০২৪ - ১০:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

আনিকা ইসলাম এর কবিতা “তোমার কেমন চাওয়া”

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, June 12, 2023 - 7:48 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 235 বার

আনিকা ইসলাম।

চোখে জল আসে দেখতে পাও না,
বুকে ব্যথা হয় বুঝতে পারো না,
ভালোবাসি বললেও শুনতে পাও না,
অথচ তুমি না কি চাও আমি ভালো থাকি!
এ তোমার কেমন চাওয়া আমি বুঝতে পারি না।

ভালোবাসি বললেই তোমার রং বদলে যায়
পাল্টে যায় তোমার আচরণ,
তবুও আমার জন্য তোমার মায়া হয় !
অথচ তোমাকে চাই বলে
কেঁদে বুক ভাসালেও তুমি তা দেখতে পাও না।
খুব সহজেই তুমি এড়িয়ে যেতে পারো।
আমি জানি না এ তোমার কেমন মায়া আমার জন্য ।

আমি তোমাকে অনেক বোঝাতে চেয়েছি
তোমাকে ঠিক কতটা ভালোবাসি,
বোঝাতে চেয়েছি এ পাথর চোখ
মাঝে মাঝে তোমায় ভেবে কেঁদে বুক ভাসায়।
তোমাকে অজস্রবার বোঝাতে চেয়েছি,
কিন্তু নাহ্,
কক্ষনোই তোমাকে বোঝাতে পারিনি।

কতবার যে বলেছি ভালোবাসি
কতবার যে বলেছি তোমাকে আমার খুব প্রয়োজন
তোমাকে প্রয়োজন ভালো থাকার জন্য
তোমাকে প্রয়োজন ভালোবাসার জন্য,
মানসিক শান্তির জন্যেও আমার তোমাকে প্রয়োজন।
কিন্তু তুমি তবুও আমায় বুঝলে না।

অথচ তবুও তুমি না কি চাও আমি ভালো থাকি!
এ তোমার কেমন চাওয়া আমি জানি না।।

……
আনিকা ইসলাম।

চোখে জল আসে দেখতে পাও না,
বুকে ব্যথা হয় বুঝতে পারো না,
ভালোবাসি বললেও শুনতে পাও না,
অথচ তুমি না কি চাও আমি ভালো থাকি!
এ তোমার কেমন চাওয়া আমি বুঝতে পারি না।

ভালোবাসি বললেই তোমার রং বদলে যায়
পাল্টে যায় তোমার আচরণ,
তবুও আমার জন্য তোমার মায়া হয় !
অথচ তোমাকে চাই বলে
কেঁদে বুক ভাসালেও তুমি তা দেখতে পাও না।
খুব সহজেই তুমি এড়িয়ে যেতে পারো।
আমি জানি না এ তোমার কেমন মায়া আমার জন্য ।

আমি তোমাকে অনেক বোঝাতে চেয়েছি
তোমাকে ঠিক কতটা ভালোবাসি,
বোঝাতে চেয়েছি এ পাথর চোখ
মাঝে মাঝে তোমায় ভেবে কেঁদে বুক ভাসায়।
তোমাকে অজস্রবার বোঝাতে চেয়েছি,
কিন্তু নাহ্,
কক্ষনোই তোমাকে বোঝাতে পারিনি।

কতবার যে বলেছি ভালোবাসি
কতবার যে বলেছি তোমাকে আমার খুব প্রয়োজন
তোমাকে প্রয়োজন ভালো থাকার জন্য
তোমাকে প্রয়োজন ভালোবাসার জন্য,
মানসিক শান্তির জন্যেও আমার তোমাকে প্রয়োজন।
কিন্তু তুমি তবুও আমায় বুঝলে না।

অথচ তবুও তুমি না কি চাও আমি ভালো থাকি!
এ তোমার কেমন চাওয়া আমি জানি না।।