খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক চিকিৎসা সেবা শুভ উদ্বোধন
মো.লায়ন ইসলাম,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ উত্তরের জেলা দিনাজপুরের অন্যতম সেরা খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক চিকিৎসা সেবা আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন হয়েছে। এতে চিকিৎসকরা নির্ধারিত সময়ের পর নির্দিষ্ট ফি নিয়ে রোগী দেখতে পারবেন।
মঙ্গলবার (১৩ জুন) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (পাকেরহাট)-এ আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে এই সেবার উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. হাসানুর রহমান চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. শামসুদ্দোহা মুকুল, জুনিয়র কনসালটেন্ট (এ্যানেস্থিসিয়া) ডা. রিজওয়ানুল কবির,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স-মিডওয়াইফ ও কর্মকর্তা-কর্মচারীগণ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, প্রাথমিকভাবে হাসপাতালের পুরাতন ভবনে চিকিৎসক রোগীদের চিকিৎসা সেবা দিবেন। শুক্রবার ও বন্ধের দিন ব্যতীত চিকিৎসকরা বৈকালিক বর্হিবিভাগে দায়িত্বে পালন করবেন।
এদের সহায়তাকারী ও নাসর্রাও দায়িত্ব পালন করবেন। এদের মধ্যে সিনিয়র কনসালটেন্ট ফি ৪০০, জুনিয়র কনসালটেন্ট ৩০০ ও এমবিবিএস ২০০ টাকা নির্ধারন করা হয়েছে। প্রয়োজনের আরো চিকিৎসক ডিউটি করবে বলে কর্তৃপক্ষ জানায়। চিকিৎসা সেবার সাথে বিকেলে পরীক্ষা-নিরিক্ষাও চালু থাকবে।
উদ্বোধনী দিনে ডা. হেনা একজন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন।