ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ১২:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

জেলার শ্রেষ্ঠ এসআই কুলাউড়া থানার সালাউদ্দিন মিফতা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, June 16, 2023 - 6:04 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 40 বার

আশরাফুল ইসলাম জুয়েল, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া থানার এসআই সালাউদ্দিন মিফতা জেলার শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন। বুধবার (১৪ জুন) সকালে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা শেষে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া সম্মাননা স্মারক ও ধন্যবাদপত্র তুলে দেন শ্রেষ্ঠ এসআই সালাউদ্দিন মিফতা’ র হাতে।

জানা গেছে, মে মাসের জেলার মধ্যে শ্রেষ্ঠ এসআই হিসেবে সালাউদ্দিন মিফতা ভূষিত হয়েছেন, পুলিশি সেবার মানবৃদ্ধি, থানায় আগত সেবা গ্রহীতাদের মানবিক ভাবে দ্রুত পুলিশি সেবা প্রদান, ওয়ারেন্ট তামিল,মাধক, নারী নির্যাতন ও ইভটিজিং রোধ, দাগী অপরাধীদের গ্রেফতার, অভিন্ন মানদন্ডের আলোকে তিনি মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন।

এক প্রতিক্রিয়ায় শ্রেষ্ঠ এস আই সালাউদ্দিন মিফতা বলেন, আমার এই অর্জনে আমি অশেষ ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই মাননীয় জেলা পুলিশ সুপার মো. জাকারিয়া মহোদয়, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষ মহোদয়, মো: আব্দুছ ছালেক অফিসার ইনচার্জ কুলাউড়া থানা মহোদয়, ওসি (তদন্ত) রতন চন্দ্র দেবনাথ স্যার সহ কুলাউড়া থানার আমার সহকর্মী ও বিভিন্ন পদমর্যাদার অফিসার ফোর্স বৃন্দের প্রতি। আগামীতে ও আমি চেষ্টা করবো আমার উপর যে অর্পিত দায়িত্ব আছে সেই দায়িত্ব গুরুত্ব সহকারে পালন করার।