ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ২:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

নাচোলে চুরি হওয়া অটোভ্যানসহ দুই ছিনতাইকারী আটক 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, June 19, 2023 - 9:59 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 34 বার

মোঃ নাসিম,স্টাফ রিপোর্টারঃচাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার  হাকরইল গ্রামের ছোট্ট শিশু সিহাব (১২) পিতার অসুস্থতার কারণে  তার বাবার চিকিৎসা খরচ যোগাতে ও সংসারের খাবার জোগাতে পিতার অটোভ্যান নিয়ে টাকা রোজগারের জন্য নাচোল বাসস্ট্যান্ডে অবস্থান করে। এই ঘটনাটি ঘটে ০৭/০৬/২৩ ইং তারিখে- দুস্কৃতিকারীরা ছোট্ট শিশু কে টার্গেট করে এবং তার ভ্যানের যাত্রী হয়ে তাকে নিয়ে ফতেপুর ইউনিয়নের আনোল বিলে নিয়ে যায়।

তাকে সেখানে মারধোর করে এবং মৃত ভেবে খাড়িতে ফেলে রেখে তার অটো ভ্যানটি নিয়ে চলে যায় । নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান জানায় উক্ত অভিযোগ প্রাপ্তির পর হতে তথ্যপ্রযুক্তি ও সোর্সের সহায়তায় মূল দুইজন ছিনতাইকারীকে গ্রেফতার করি। তাদের দেওয়া তথ্যমতে উক্ত  ছিনতাইকৃত অটোভ্যানটি চাঁপাইনবাবগঞ্জ সদর  হতে ১৮/০৬/২৩ উদ্ধার করি। শিশু শিহাব ও তার অসহায় পরিবার তাদের একমাত্র উপার্জনের আটোভ্যান উদ্ধার হওয়ায় অনেক খুশি হয়।