ঢাকা | ডিসেম্বর ৩১, ২০২৪ - ৩:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ময়মনসিংহ সদরে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার বিতরণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, June 19, 2023 - 10:13 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 36 বার

ষ্টাফ রিপোর্টারঃময়মনসিংহের সদর উপজেলায় প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৩-২৪ অর্থবছরে চলতি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১৮ই জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদের হলরুমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন । এ সময় আরও উপস্থিত ছিলেন-উপজেলা কৃষি কর্মকর্তা, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং উপকার ভোগী কৃষক কৃষাণীবৃন্দ।

স্বাগত বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশরাফ হোসাইন বলেন, বর্তমান সরকারের সফল প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে কৃষি বান্ধব সরকার রাসায়নিক সারসহ সকল আধুনিক কৃষি যন্ত্রপাতিতে ভর্তুকি প্রদান করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কৃষি উৎপাদন ব্যবস্থা অব্যাহত রাখতে হলে কোন জমি খালি রাখা যাবে না, প্রতি ইঞ্চি জমিতে ফসল আবাদের জন্য কৃষকদের এগিয়ে আসার আহবান জানান তিনি।