ঢাকা | ডিসেম্বর ২৯, ২০২৪ - ১১:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ঢাকা জেলা প্রশাসক গোল্ডকাপ ও আন্ত: উপজেলা ফুটবল লীগ খেলা অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, June 19, 2023 - 10:15 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 72 বার

কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধি :ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ঢাকা জেলা প্রশাসক গোল্ডকাপ ও আন্ত: উপজেলা ফুটবল লীগের উদ্বোধনী খেলা অনাড়ম্বর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে এই উদ্বোধনী খেলায় নবাবগঞ্জকে ২-০ গোলে হারিয়ে কেরানীগঞ্জ উপজেলা বিজয় হওয়ার গৌরব অর্জন করেছে।

বিকেল ৪ টায় নবাবগঞ্জ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা জেলা ক্রীড়া সংস্থার  উদ্যোগে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন ঢাকা জেলা প্রশাসক ও ঢাকা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ মমিনুর রহমান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান নাসির উদ্দিন ঝিলু, নবাবগঞ্জ, দোহার,কেরানীগঞ্জ, সাভার ও ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ,

ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ সহ ঢাকা জেলার পাঁচটি উপজেলার ক্রীয়া সংস্থার সাধারণ সম্পাদকগণ। অনুষ্ঠানে মমিনুর রহমান বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধূলায় মনোনিবেশ করতে হবে। মাদকসহ বিভিন্ন অনিয়ম থেকে দুরে থাকা,খেলাধূলার বিকল্প নেই। প্রতি বছরই খেলাধূলায় অংশগ্রহণ করার জন্য যুবকদের আহবান জানাচ্ছি।