ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ৭:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বিশ্বনাথে অগ্নিকাণ্ডে সিএনজি ও ৫টি গরু পুড়ে ছাই

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, June 20, 2023 - 10:03 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 37 বার

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে  (২০ জুন) দিবাগত গভীর রাতে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়েছে একটি সিএনজি চালিত অটোরিকশা ও ৫টি গবাদি পশু (গরু)। উপজেলার লামাকাজী ইউনিয়নের সৎপুরে গ্রামে মুসলিম আলীর বাড়িতে এঘনা ঘটেছে। এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

ক্ষতিগ্রস্ত মুসলিম আলীর ভাতিজা আজাদুর রহমান জানান, তার চাচা মুসলিম আলীর বসতঘরের পূর্ব দিকে অবস্থিত টিনসেড পাকা ঘরে ৩টি কক্ষ রয়েছে। ওই ঘরের একটি কক্ষে সিএনজি চালিত অটোরিকশা এবং পাশ্ববর্তী কক্ষে ৬টি গবাদি পশু রাখায় হয়। রবিবার দিবাগত রাত ১টার দিকে হঠাৎ করে সিএনজি চালিত অটোরিকশায় আগুণ ধরে যায়।

মুহুর্তের মধ্যে আগুণ সমস্ত ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় লোকজন চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে আগুণে পুড়ে ছাই হয়ে যায় সিএনজি চালিত অটোরিকশা ও ৫টি গরু।

ধারণা করা হচ্ছে কোন দুস্কৃতিকারীর দেওয়া আগুণ থেকে এ ঘটনার সূত্রপাত হয়েছে বলে তিনি জানান।