ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ৬:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ায় আগুনে পুড়ে ছাই ৫ বসতঘর

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, June 21, 2023 - 1:15 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 35 বার

রাঙ্গুনিয়া প্রতিবেদক:চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর দিঘির পাড় এলাকায় আগুনে পুড়ে ছাই হয়েছে ৫ বসতঘর ও একটি মুরগির ফার্ম। মঙ্গলবার (২০ জুন) রাত ১০ টায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ১ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে ৫ বসতঘরে থাকা ৭ পরিবার সবকিছু পুড়ে যায়।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তরা হলেন, মো. আলম, মো. জাহাঙ্গীর, মো. শাহ আলম, মো. নুরু, মো. বাবুল, মো. নুরুজ্জামান ও ছকিনা বেগম। এতো নগদ টাকা সহ প্রায় ১৫লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা।

রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. কামরুজ্জামান সুমন জানান, খবর পেয়ে আমাদের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।