শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য “শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড’২৩” পেলেন বগুড়া ধুনটের
ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য “শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড’২৩” পেলেন বগুড়া জেলার ধুনট গোসাইবাড়ী ইউনিয়ন অন্তর্গত চিথুলিয়া বালিকা দাখিল মাদ্রাসা সুপারিন্টেন্ডেন্ট মোঃ ইকরামুল হক। সে জোড়খালী গ্রামের মৃত মকবুল হোসেন এর সন্তান। ইতিমধ্যে চিথুলিয়া এই মাদ্রাসা হতে উপজেলা ও জেলা পর্যায়ে হামদ নাত শ্রেষ্ঠ শিক্ষিকা হিসেবে এবং রাজশাহী বিভাগের মধ্যে শ্রেষ্ঠ শিক্ষার্থী বিবেচিত হন জাতীয় শিক্ষা সপ্তাহে।
বাংলাদেশ ওয়েলফেয়ার ও অগ্রগামী ফাউন্ডেশন যৌথ আয়োজিত “উপমহাদেশে শিক্ষা বিস্তারে শেরে বাংলা’র ভুমিকা” শীর্ষক আলোচনা সভা, সম্মাননা প্রদান ‘২৩ অনুষ্ঠানে ১৯জুন’২৩ এ মোঃ ইকরামুল হক কে এই এ্যাওয়ার্ড প্রদান করা হয়।
ইন্জিনিয়ার মোঃ ফজলুল হক উপদেষ্টা বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর সভাপতিত্বে, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – বিচারপতি এসএম মজিবুর রহমান হাইকোর্ট বিভাগ বাংলাদেশ সুপ্রিম কোর্ট। সভায় প্রধান আলোচক হিসেবে বীর মুক্তিযোদ্ধা সাদেক সিদ্দিকী সাবেক উপমন্ত্রী, উদ্বোধক পীরজাদা শহীদুল হারুন অতিরিক্ত সচিব অর্থ মন্ত্রণালয়, মূল প্রবন্ধ পাঠ মুহাম্মদ আতা উল্লাহ খান চেয়ারম্যান বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন,
আগত বক্তা গোলাম ফারুক মন্জু নির্বাহী পরিচালক অগ্রগামী ফাউন্ডেশন, শুভেচ্ছা বক্তা এমএইচ আরমান চৌধুরী মহাসচিব বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন উপস্থিত ছিলেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ মনিরুজ্জামান স্বাধীন, প্রফেসর ডক্টর শহীদ মনজু, ডক্টর মেহেরুন্নিছা মেহেরীন, এফ আহমেদ খান রাজীব, এসএম আমান উল্লাহ।
ইকোনমিক রিপোটার্স ফোরাম মিলনায়তন পল্টন টাওয়ার এ এমএইচ আরমান চৌধুরী মহাসচিব বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও মোঃ আতা উল্লাহ খান চেয়ারম্যান বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন দ্বয়ের স্বাক্ষরিত সনদ ও ক্রেষ্ট প্রদানের মাধ্যমে সন্মানিত করা হয়। উল্লেখ্য এবার মাদ্রাসা ক্ষেত্রে ১, স্কুল ক্ষেত্রে ১, কলেজ ক্ষেত্রে ৩, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার ক্ষেত্রে ৪ সহ মোট ৯ জনকে এ সম্মাননা দেওয়া হয়।