ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ২:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ময়মনসিংহে এসআই মিনহাজ এর অভিযান ইয়াবাসহ গ্রেফতার ১

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, June 22, 2023 - 5:20 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 100 বার

স্টাফ রিপোর্টার:ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের সাব ইন্সপেক্টর এসআই মিনহাজ এর অভিযানে এক হাজার পিচ ইয়াবাসহ এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়েছে । গ্রেফতারকৃত আসামীদের নাম আক্তার ফারুক(২০)।

বুধবার (২১শে জুন) বিকাল নগরীর কেউয়াটখালী এলাকায় মাদক ক্রয় বিক্রয়ের সময় গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।

কোতোয়ালি মডেল থানা পুলিশ জানায়, ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দের দিক নির্দেশনা মোতাবেক মাদক মুক্ত থানা এলাকা উপহার দিতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসআই মোঃ মিনহাজ উদ্দিন, এএসআই হুমায়ুন কবির, সংগীয় ফোর্স থানা এলাকার পাটগুদাম এলাকায় ডিউটি করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার কেউয়াটখালী সেলিমের মোড় মাদক ক্রয় বিক্রয় হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে এসআই মিনহাজ উদ্দিন অভিযান পরিচালনা করে আক্তার ফারুককে গ্রেফতার করা হয়। পরে তার নিকট থেকে এক হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

ওসি শাহ্ কামাল আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন যাবৎ অত্র থানা এলাকা সহ বিভিন্ন থানা/জেলায় মাদক বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে এসআই মিনহাজ নেতৃত্বে ১ হাজার পিচ ইয়াবাসহ আটক করে। মাদক মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদক অভিযান অভ্যহত রয়েছে বলেও জানান।