ময়মনসিংহে অবৈধ বালু উত্তোলন বন্ধে এসিল্যান্ডের অভিযান
ষ্টাফ রিপোর্টারঃময়মনসিংহের সদর উপজেলার খাগডহর ইউনিয়ন এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে উপজেলার খাগডহর ইউনিয়নের কিসমত এলাকায় অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি এসিল্যান্ড এইচ এম ইবনে মিজান।
এসময় তিনি বালু উত্তোলনে ব্যবহৃত অবৈধ ভাবে বালু উত্তোলনের ড্রেজার চালু অবস্থায় পেলে ড্রেজার মালিক দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তায় একজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালত।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকার প্রভাবশালীদের মদদে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রয় করে আসছিলেন একটি কুচক্রী মহল। ফলে হুমকির মুখে পড়ে ওই এলাকার শত শত একর ফসলি জমির চাষাবাদ ও ব্রহ্মপুত্রের পাড়। তিনি আরো জানান-অবৈধ ভাবে বালু উত্তোলনের ড্রেজার চালু অবস্থায় পাওয়া যায় এবং ড্রেজার পরিচালনাকারীরা মোবাইল কোর্টের টিম দেখে নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করে তার মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তায় একজনকে আটক করা হয় এবং সংশ্লিষ্ট আইনে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় ও অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা হয় জব্দ কৃত বালু বিধি অনুযায়ী নিষ্পত্তি করা হবে।
সহকারী কমিশনার ভূমি এসিল্যান্ড এইচ এম ইবনে মিজান বলেন, অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান অব্যহত থাকবে। বালু উত্তোলনে জড়িতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।