ঢাকা | ডিসেম্বর ২৯, ২০২৪ - ৭:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

চিরিরবন্দরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো রফিকুলের

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, June 22, 2023 - 5:36 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 51 বার

চিরিবন্দর:দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো রফিকুল ইসলাম (৪০) নামে এক যুবকের। উপজেলার ৫নং আব্দুলপুর ইউনিয়নের নান্দেড়াই গ্রামে (বানিয়া পাড়া) এ দূর্ঘটনাটি ঘটে।

বৃহস্পতিবার (২২ জুন) দুপুর আনুমানিক ১২ ঘটিকায় রফিকুল ইসলাম (৪০) আব্দুলপুরের নান্দেড়াই (বানিয়া পাড়া)”র মৃত ওয়াহেদ আলীর পুত্র।

পারিবারিক সূত্রে জানা যায়, নিজ শয়নকক্ষের বৈদ্যুতিক সুইচ নষ্ট হওয়ায় নতুন সুইচ লাগানোর কাজ করছিলেন তিনি। এসময় অসাবধানতা বসত বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয় রফিকুল ইসলাম (৪০)।

পরে পরিবারের সদস্যরা রফিকুল ইসলাম (৪০)কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বজলুর রশিদ।