ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ৮:৩০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

হাঁসে বীজতলা নষ্ট করায় বড় ভাইকে কুপিয়ে কান ও রগ কেটে দিলো ছোটো ভাই

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, July 12, 2023 - 2:09 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 32 বার

কঞ্জন কান্তি চক্রবর্তী,ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে হাঁসে ধানের বীজতলা নষ্ট করায় বড় ভাইয়ের কান ও পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। গতকাল সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার পশ্চিম বাদুরতলা গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় গুরুতর আহত মো. মজিবুর হাওলাদারকে (৬০) বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছোট ভাই হাবিব হাওলাদার (৫৫) পলাতক রয়েছে। তাঁরা পশ্চিম বাদুরতলা গ্রামের মৃত পবন আলী হাওলাদারের ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আপন দুই ভাইয়ের মধ্যে পৈতৃক সম্পত্তি নিয়ে আগে থেকেই বিরোধ চলছিল। গতকাল বিকেলে পাঁচটার দিকে তাঁদের বাড়ির সামনে কবরস্থানের কাছে হাবিব হাওলাদারের জমিতে মজিবুর হাওলাদারের হাঁস নেমে ধানের বীজতলা নষ্ট করে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথার কাটাকাটির হয়। একপর্যায়ে হাতে থাকা দা দিয়ে বড় ভাই মজিবুর হাওলাদারের মাথায় কোপ দেন হাবিব। এতে মজিবুর হাওলাদারের বাঁ কান পুরোটা কেটে যায়। দায়ের একাধিক কোপে তাঁর ডান হাঁটুর নিচে রগ কেটে যায়। গুরুতর আহত মজিবুর হাওলাদারকে পরিবার ও স্থানীয় লোকজন উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, এ ঘটনায় অভিযুক্ত ছোট ভাই হাবিব হাওলাদার পলাতক রয়েছে। তাঁকে আটকের চেষ্টা চলছে। অভিযোগ পেলে তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।