বিএনপির সমাবেশকে ঘিরে ঢাকার প্রবেশপথ বাবুবাজা ও পোস্তগোলা ব্রিজে পুলিশের তল্লাশি
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : বিএনপির সমাবেশকে ঘিরে ঢাকার কেরানীগঞ্জে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি নামে হয়রানী করছে থানা পুলিশ। বিএনপি ও আওয়ামীলীগীগের সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই দক্ষিণবঙ্গ থেকে ঢাকায় প্রবেশ করার অন্যতম গুরুত্বপূর্ণ পথ বাবু বাজার ব্রিজ ও পোস্তগোলা ব্রিজ এলাকায় চেকপোস্টে বসিয়ে গাড়ি তল্লাশি করা হয়েছে। পুলিশ তল্লাশি শেষে সন্দেহ ভাজন লোকজন নামিয়ে যানবাহন ঢাকায় প্রবেশ করতে দিচ্ছে। এতে করে হাজার হাজার যাত্রী হয়রানীর শিকার হচ্ছে। অনেকেই ব্রিজ দিয়ে পায়ে হেটে ব্রিজ পাড় হচ্ছে।
অপর দিকে, বুড়িগঙ্গা নদীতে শতশত নৌকা পাড়াপার বন্দ করে দেওয়ায় যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছে। অনেক নৌকার মাঝির আয় না হওয়ায় দুচিন্তায় পড়ে গেছে। এছাড়া নৌকা ঘাট বন্ধ থাকায় ইমাজিন্সি রোগী ও কমীজীবি মানুষ ঢাকায় প্রবেশ করতে পারছে না । বিপাকে পড়েছে হাজার হাজার মানুষ।