ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৯:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

১৮জিলহজ্ব ঈদে গাদীর গুরুত্ব-তাৎপর্য-আলোচনা সভা বিশেষ প্রতিনিধি

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, July 12, 2023 - 2:54 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 81 বার

চট্টগ্রাম: ঐতিহাসিক ১৮ই জিলহজ্ব ঈদে গাদীর’র গুরুত্ব ও তাৎপর্য বিষয়ক আলোচনা সভা নানা আয়োজন ধারাবাহিক কার্যক্রমে ইসলাম ও ধর্মপ্রিয় মুসলিম,ধর্মীয় চিন্তাবিদ আলোচক ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে হাজ্জাতুল ইসলাম আমজাদ হোসেন সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

১১জুলাই বিকাল ৩টায় চট্টগ্রাম প্রেস ক্লাব বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় এলাকা চট্টগ্রাম ও আশপাশ অঞ্চলসহ দূর দূরান্তের নানা এলাকা থেকে গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

ঈদে গাদীর’র গুরুত্ব-তাৎপর্য ইসলামের ইতিহাসে অপরিসীম বিশেষ গুরুত্বপূর্ণ ও শিক্ষণীয় ও স্মরণীয় দিন। মুসলমানদের ধর্মীয় ও আধ্যাত্মিক নেতৃত্বের ক্ষেত্রে অভিভাবক নির্বাচনের ইতিহাস।

নূর আলম কালন্দরী এর কোরআন তেলায়তের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এতে হাজ্জাতুল ইসলাম আমজাদ হোসেন সভাপতিত্বে,স্বাগত বক্তব্য রাখেন,মোঃ আনেয়ার কামাল তাহেরি,সুপারন্টেন্ডেন্ট,পীরানে পীর হযরত আব্দুল কাদের জিলানী। প্রবন্ধ পাঠ করেন-আরিফ হোসেন।

অতিথির বক্তব্যে ছিলেন,মুফতি আসাদুজামান সুফিবাদী
পরিচালক-মুসাফির থানা গরীবানা দরবার শরীফ ঢাকা।
কামাল পারভেজ,ব্যুরো প্রধান চট্টগ্রাম, দৈনিক আমাদের নতুন সময়।শেখ শহিদুজ্জামান সাবেক অধ্যক্ষ, এগ্রিকালচার ট্রেনিং ইনিস্টিউট খুলনা। জাহিদুল ইসলাম রাজনীতিবীদ,এডভোকেট মোঃ গোলাম ফারুক সুপ্রিম কোরট-ঢাকা।

অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন,মুফতি আসাদুজামান সুফিবাদী পরিচালক-মুসাফির থানা গরীবানা দরবার শরীফ – ঢাকা। মোঃ আনোয়ার কামাল তাহেরি সুপারন্টেন্ডেন্ট, পীরানে পীর হযরত আব্দুল কাদের জিলানী সুন্নিয়া দাখিল মাদরাসা।

এছাড়াও ইসলাম মুসলিম প্রিয় ধর্মীয় চিন্তাবিদ আলোচক ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল ধর্মীয় ভাব গাম্ভীর্য্যের অনুভূতিতে বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনায় ঈদে গাদীর’র গুরুত্ব ও তাৎপর্য্যে শীর্ষক আলোচনা ও সকলের উপস্থিতি অকৃত্তিম মিলন মেলায় পরিণত হয়।

উপস্থিত বক্তারা বলেন,ঐতিহাসিক ১৮ই জিলহজ্ব ঈদে গাদীর’র গুরুত্ব-তাৎপর্য ইসলামের ইতিহাসে অপরিসীম বিশেষ গুরুত্বপূর্ণ ও শিক্ষণীয় ও স্মরণকালের স্মরণীয় দিন।

আজকের এই দিনটি ঐতিহাসিক গাদীর দিবস বা ঈদে গাদীর হিসেবে খ্যাত। গাদীরে খুমের ইতিহাস হচ্ছে মুসলমানদের ধর্মীয় ও আধ্যাত্মিক নেতৃত্বের ক্ষেত্রে অভিভাবক নির্বাচনের ইতিহাস।