ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৬:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ময়মনসিংহে এরশাদের মৃত্যুবার্ষিকীতে গরীবদের মাঝে খাবার বিতরণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, July 15, 2023 - 8:45 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 47 বার

ষ্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের চতুর্থ মৃত্যু বার্ষিকী পালন করেছে জাতীয় পার্টির অন্যতম সংগঠন জাতীয় ছাত্রসমাজ। এ উপলক্ষ্যে নগরীর ২নং ওয়ার্ড কালিঝুলি স্টেডিয়ামে গেইট এলাকায় জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক সাবেক ছাত্রনেতা সাব্বির হোসেন বিল্লাল এর নেতৃত্বে শুক্রবার দিনব্যাপী গৃহীত কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জাতীয় ছাত্রসমাজ নেতাকর্মীরা।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ময়মনসিংহ সদর আসনের জাতীয় সংসদ সদস্য বেগম রওশন এরশাদ এমপির বিশ্বস্ত আস্থাভাজন আব্দুল আউয়াল সেলিম বলেন, ইতিহাস বিকৃত করা যায় কিন্তু সঠিক ইতিহাস মুছে ফেলা যাবে না। হুসেইন মুহাম্মদ এরশাদ যে ধরনের ডায়নামিক চিন্তাভাবনার নেতা ছিলেন সে ধরনের নেতা আর দেখা যাচ্ছে না। আজকের নেতারা তারা সবাই আছেন তাদের আখের গোছানোর জন্য। কে ক্ষমতায় যাবেন, কে কাকে ক্ষমতা থেকে টেনে নামাবেন। এনিয়েই ব্যস্ত। দেশের মানুষের মঙ্গলের জন্য চিন্তা করতেন একমাত্র হুসেইন মুহাম্মদ এরশাদ। তিনি প্রথমেই বলেছিলেন- ৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে,তিনি উপজেলা পরিষদের বাস্তবায়ন করেছিলেন,ঔষধনীতি বাস্তবায়ন করেছিলেন যার ফলে মানুষ সরকারী ভাবে ঔষধ পায়, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ নাগরিকের ধর্মীয় মূল্যবোধের বিষয়টি বিবেচনা করে ১৯৮৮ সালে ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষনা করেছিলেন হুসেইন মুহম্মদ এরশাদ। এ ছাড়াও ইসলাম ও মুসলমানদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ নিয়েছিলেন তিনি। দেশের মসজিদ- মাদরাসা নিয়েও তার যথেষ্ট অবদান রয়েছে।

তিনি আরও বলেন, আগামী জানুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সে নির্বাচনে ময়মনসিংহ সদর আসনে আবারও পল্লীমাতা বেগম রওশন এরশাদের বিজয় নিশ্চিত করতে সবাইকে থাকারও আহবান জানান তিনি।

আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সদর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আবজাল হোসেন হারুন।

জাতীয় ছাত্র সমাজ সদর উপজেলা শাখার সদস্য সচিব জাহাঙ্গীর আলম সম্রাট এর সঞ্চালনায়
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ইদ্রিস আলী,শাহজান মিয়া,মহানগর জাতীয় পার্টির যুগৃম আহবাশক সাবেক কাউন্সলর লাল মিয়া লাল্টুসহ জেলা,উপজেলা ও মহানগর জাতীয় পার্টি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা শেষে পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং দেশবাসীর কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত এবং গরীব অসহায় মানুষের মাঝে খাবার বিতরন করা হয়।

দিবসটি উপলক্ষে সকাল ৭.৩০টায় পন্ডিত পাড়াস্থ সুন্দর মহলে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন ও মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিকৃতিতে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় ছাত্র সমাজের নেতাকর্মীরা।