ঢাকা | ডিসেম্বর ২৭, ২০২৪ - ৭:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ময়মনসিংহ টিটিসিতে বিশ্ব যুব দক্ষতা দিবস পালিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, July 16, 2023 - 11:19 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 36 বার
রায়হান আহমেদ, জেলা প্রতিনিধি, ময়মনসিংহ:
শনিবার ২৫/০৭/২০২৩ তারিখ সকাল ১০ ঘটিকায় ময়মনসিংহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত হয়।
পরবর্তীতে ময়মনসিংহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কনফারেন্স হলরুমে বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ রশিদ, উপ-পরিচালক, বেগম রোকেয়া প্রশিক্ষণ কেন্দ্র, ময়মনসিংহ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ মাহতাব উদ্দিন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ  মাসুদ হাসান,চিফ ইন্সট্রাক্টর। এ সময় বিভিন্ন ট্রেডের প্রশিক্ষকগণ, বিভিন্ন ট্রেডের প্রশিক্ষনার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মাহবুবুর  রশিদ বলেন, বর্তমান সময়ে দক্ষতা খুবই জরুরী। দক্ষতা ছাড়া কোন উন্নয়ন সম্ভব নয়। তিনি বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন করার জন্য প্রশিক্ষনার্থীদের  বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।
অধ্যক্ষ মাহতাব উদ্দিন  বলেন, দক্ষ জনবলের প্রয়োজনীয়তা অত্যাধিক। দক্ষ জনবলীর কর্মের অভাব নেই।  তিনি জানান বাইরের দেশে দক্ষ জনবল এর প্রচুর চাহিদা রয়েছে। তাই প্রশিক্ষনার্থীদের তিনি দক্ষ হয়ে দেশে এবং বিদেশে কাজ করার কথা জানান। তিনি বলেন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দক্ষ জনবলের বিকল্প নেই।