রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৯ দোকান
চট্টগ্রাম: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ৭টি দোকান ও ২টি গোডাউন আগুনে ভস্মীভূত হয়েছে। এতে আনুমানিক ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন প্রতিষ্ঠানের মালিক মোঃ কাউসার, জয়নাল আবেদীন, শামসুল আলম, মো. ইসহাক ও মো. জাহাঙ্গীর।
রোববার (১৬ জুলাই) উপজেলার রাজানগর ইউনিয়নের রানীরহাট এলাকায় ভোররাত ৫টার দিকে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়েছে। প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এতে ৫ জন মালিকের বিভিন্ন পরিমাপের ৭টি সেমিপাকা দোকান ও ২টি গোডাউন পুড়ে গেছে। তবে প্রায় ২০ লক্ষ টাকার মতো মালামাল উদ্ধার করতে পেরেছি।