ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৬:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ায় শেখ রাসেল কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, July 17, 2023 - 10:07 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 58 বার

রাঙ্গুনিয়া প্রতিনিধি: বাফুফের ‘ওয়ান স্টার’ সনদ প্রাপ্ত রাঙ্গুনিয়ার শেখ রাসেল ফুটবল একাডেমীর উদ্যোগে শেখ রাসেল কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন পোমরা উচ্চ বিদ্যালয় মাঠে রোববার (১৬ জুলাই) বিকালে অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী খেলায় প্রতিদ্ব›িদ্বতা করেন নোয়াপাড়া লায়েন্স ক্লাব ও উল্কা সংঘ ফুটবল দল। খেলার প্রথমার্ধের উল্কা সংঘের খেলোয়াড় শাহেদ আলমের জোড়া গোল এবং একইদলের নাইজেরিয়ান খেলোয়াড় মাগালার একমাত্র গোলে ৩-০ গোলে এগিয়ে যায় দলটি। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে জমজমাট এই খেলায় নিয়মিত বিরতিতে গোল ব্যবধান বাড়াতে থাকে উল্কা সংঘ। যেখানে শাহেদ আলম আরও একটি করে নিজের হ্যাট্রিক পূর্ণ করেন, বিদেশি খেলোয়াড় মাগালা আরও একটি এবং ডেনিয়াল বাবু করেন একটি গোল। ফলে ৬-০ গোলের ব্যবধানে পরাজিত হয় নোয়াপাড়া লায়েন্স ক্লাব ফুটবল একাদশ।
এরআগে বেলুন উড়িয়ে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি জিগারুল ইসলাম জিগার। প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য খালেদ মাহমুদ। স্বাগত বক্তব্য দেন রাঙ্গুনিয়ার শেখ রাসেল ফুটবল একাডেমীর প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্টপোষক এমরুল করিম রাশেদ। টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক আহমদ আলী নঈমীর সভাপতিত্বে এবং সদস্য সচিব এনামুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহেদুল আলম চৌধুরী আইয়ুব, ধর্ম সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র জালাল উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক কাউছার নূর লিটন, সহ দপ্তর সম্পাদক হালিম আব্দুল্লাহ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছৈয়দুল আলম তালুকদার, সহ সভাপতি ওয়াহিদুল কবির চৌধুরী, সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন মাস্টার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বদিউল খায়ের লিটন চৌধুরী, পৌর কাউন্সিলর নুরুল আবছার জসিম, কর্ণফুলী ক্রীড়া পরিষদের প্রতিষ্ঠাতা আবদুল করিম চৌধুরী, ক্রীড়ানুরাগী মোজাম্মেল হক ফরিদ, এএম বাবুল, আব্দুল সবুর, মো. সেলিম প্রমুখ। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন উল্কা সংঘের শাহেদ আলম। তাকে সেরা খেলোয়াড়ের ট্রপি তুলে দেন অতিথিবৃন্দ। টুর্নামেন্টে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা থেকে ১৬টি দল অংশগ্রহণ করেন।