ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ১২:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

কুলাউড়ায় পুকুর থেকে ভাসমান নারীর লাশ উদ্ধার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, July 18, 2023 - 7:13 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 36 বার

কুলাউড়া প্রতিনিধি:মৌলভীবাজারের কুলাউড়ায় পুকুর থেকে ভাসমান অবস্থায় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৮ জুলাই) সকালে কুলাউড়া সদর ইউনিয়নের বাঘাজুরা এলাকার এক পুকুর থেকে লাশটি উদ্ধার করে দুপুরে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশের ধারণা, ৩৫ বছরের অজ্ঞাত ওই নারী মানসিক ভারসাম্যহীন। পুকুরের পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। তবে পুলিশ তার নামঠিকানা কিছুই শনাক্ত করতে পারেনি।

স্থানীয়রা জানান, নিহত ওই নারী কয়েকদিন ধরে বাঘাজুরা বাজার এলাকায় ঘোরাঘুরি করতেন। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। মঙ্গলবার সকালে পুকুরে তার লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) রতন চন্দ্র দেবনাথ বলেন, ওই নারীর পরিচয় শনাক্ত করতে জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) টিমকে খবর দেওয়া হয়েছে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।