ঢাকা | জানুয়ারী ১৬, ২০২৫ - ৭:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, July 21, 2023 - 10:48 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 28 বার

সোহানুল হক পারভেজ, রাজশাহী ব্যুরো: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয় এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

তিনি বলেন দৃশ্যমান ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য যে ব্যবস্থা নেওয়া দারকার, সেই ব্যবস্থা আমরা নিয়েছি।আমরা বিভিন্ন স্তরে আইন-শৃংঙ্খলা রক্ষার জন্য যে নিরাপত্তা পরিকল্পনা নেওয়া দরকার,আমরা তা গ্রহণ করেছি। আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মহানগর পুলিশের(আরএমপি)প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

আইজিপি বলেন, যারা সন্ত্রাসী, জঙ্গিবাদী কার্যক্রম করে, আইনানুগভাবে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেয়া দরকার,সেই ব্যবস্থা নেয়া হবে।দেশে যখন সন্ত্রাসবাদের হুলিখেলা চলচিলো সেই অবস্থা থেকে পুলিশ বাহিনী দায়িত্বপালন করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিত নিয়ন্ত্রণ করেছে।রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আবদুল বাতেন সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।এর আগে তিনি নগরীর ভেড়িপাড়া মোড় বেলুন পায়রা উড়িয়ে সেখান থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।