বাউসা ইউনিয়নে বঙ্গবন্ধু সৈনিক লীগের কর্মীসভা অনুষ্ঠিত
বাঘা উপজেলা প্রতিনিধি : রাজশাহীর বাঘায় বঙ্গবন্ধু সৈনিকলীগ বাউসা ইউনিয়ন শাখার কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২০ জুলাই ) বিকাল ৪ টায় বাউসা হারুন অর রশিদ উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু সৈনিক লীগ বাউসা ইউনিয়ন শাখার আয়োজনে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু সৈনিক লীগ বাউসা ইউনিয়ন শাখার সভাপতি রাকিবুল ইসলাম শিমুল এর সভাপতিত্বে উক্ত কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাঘা উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি আনোয়ার হোসেন মিল্টন।
বঙ্গবন্ধু সৈনিক লীগ বাউসা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক রাজিব হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, দপ্তর সম্পাদক ও সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান শফিক, বাউসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম টগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক আবু লাহাব।
এছাড়াও বাঘা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হোসেন, সাধারণ সম্পাদক ফকরুল হোসেন বিপ্লব সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত বাংলাদেশ আওয়ামী লীগ ও অঙ্গ সহোযোগি সংগঠনের নেতা-কর্মী বৃন্দ।