ঢাকা | ডিসেম্বর ২৮, ২০২৪ - ১০:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

সরকারি হাত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, July 21, 2023 - 1:46 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 68 বার
কলমে ✏️ হাসু কবির 
হাত উঁচিয়ে দিচ্ছে জানান
থামতে হবে
মুহূর্তে তাই ব্রেক কষিয়ে
থামছে সবে।
একই হাতের ইশারায় ফের
যাচ্ছে চলে
মুখের কথা হাত নাড়িয়ে
যাচ্ছে বলে।
আবার হাতের ইশারাতে
দাঁড়ায় পাশে
লিগ্যালিটি যাচাই শেষে
কেহ ফাঁসে।
এ হাত ত সরকারি হাত
কে না জানে
দিবানিশি কাজে লাগায়
সকল যানে।