কাতারে আনজুমানে আল ইসলাহ’র পবিত্র আশুরার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা
এম এ সালাম কাতার প্রতিনিধিঃ আনজুমানে আল ইসলাহ কাতার কেন্দ্রীয় পরিষদ এর উদ্যোগে পবিত্র আশুরার তাৎপর্য ও কারবালার শিক্ষা শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল শুক্রবার বাদ এশা বৈশাখী রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহর সহ-সভাপতি ও মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা মুফতি শামছুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহ-কমলগঞ্জ উপজেলার সভাপতি হাফিজ মাঃ আব্দুল ওয়াহাব। সংগঠনের সভাপতি হাফিজ সৈয়দ মাওলানা মারুফ আহমদের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজিজুর রহমান সগর ও সহ সাধারণ সম্পাদক হাফিজ সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় মাহফিলে পবিত্র কালামে পাক থেকে তিলাওয়াত করেন আলখুর শাখার সভাপতি সাইফুল ইসলাম শাহান, নাতে রাসুল (সাঃ)পরিবেশন করেন সুহেল আহমদ।
মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি হাফিয তুতিউর রহমান, হাজি আব্দুল জলিল, আজিজুর রহমান লাকি, আব্দুল মাজিদ। সহ সাধারণ সম্পাদক ইব্রাহিম খান, সালমান খান রুয়েল। সাংগঠনিক সম্পাদক হাফিজ আব্দুল জব্বার, সহ সাংগঠনিক সম্পদক আবু বকর, প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক আব্দুল আলী হারুন, আলখোর শাখার উপদেষ্টা হারুনুর রশিদ, দোহা শাখার মাহতাব আলী, হাফিজ কয়েস আহমদ, আলখোর শাখার সভাপতি সাইফুল ইসলাম, ওয়াকরাহ শাখার সভাপতি জয়নাল আবেদিন, ছানাইয়া শাখার সভাপতি আমিনুল ইসলাম, কুয়েত আল ইসলার সাবেক সাধারণ সম্পাদক ফয়ছল আহমদ, খায়রুল বাশার, আলখুর শাখার সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সানাইয়া শাখার সাধারন সম্পাদক নাজমুল হোসেন, ওয়াকরাহ শাখার সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, সদস্য আব্দুল হান্নান, মোঃ আব্দুল্লাহ, লুতফুর রহমান, মোঃ শিপলু খান, হিরা মিয়া, শাহ রাছেল সহ জালালাবাদ এসোসিয়েশন ও কাতারের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মাহফিলে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কারবালার প্রান্তরে নবীজির দৌহিত্র ইমাম হোসাইন আলাইহি ওয়াসাল্লামের স্বপরিবারে আত্মদানের বিনিময়ে যেভাবে ইসলামকে আল্লাহর জমিনে জিন্দা রেখেছিলেন সে শিক্ষা বুকে লালন করে আমাদের পির ও মুরশিদ হযরত আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ (রহ.) তার প্রতিষ্ঠিত সঙ্গঠন আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার প্রত্যেক কর্মী সহ সকল মুরিদিন-মুহিব্বীনদের দ্বীন রক্ষার আন্দোলন চালিয়ে যাওয়ার যে শিক্ষা দিয়ে গেছেন, সে শিক্ষাই হচ্ছে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সন্তুষ্টির একমাত্র পথ।
তিনি প্রবাসীদের নানান প্রতিকুলতার মধ্য দিয়ে আনজুমানে আল ইসলাহর কার্যক্রমকে কাতারের জমিনে সুন্দর ও নিষ্ঠার সাথে চালিয়ে যাওয়ার জন্যে আনজুমানে আল ইসলাহ কাতারের নেতৃবৃন্দ সহ সকল প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানান।
পরিশেষে শুহাদায়ে কারবালার ফায়েজ কামনা করে মিলাদ মোনাজাত ও তাবারুক বিতরণের মধ্য দিয়ে মাহফিলের কার্যক্রম সম্পন্ন হয়।