ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৯:১৭ অপরাহ্ন

ভূরুঙ্গামারী সীমান্তে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, July 26, 2023 - 5:06 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 60 বার

মোঃ রাহিমুল ইসলাম হৃদয় ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের বাঁশঝানি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে প্রতিপক্ষ ১২৯ বিএসএফ ব্যাটালিয়নের সাথে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্যমূলক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৬ জুলাই) ময়দান বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৯৭৬/১৩-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যান্তরে বাঁশঝানি উচ্চ বিদ্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সকাল পৌনে ১১ টা থেকে ১২টা পর্যন্ত কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর প্রতিপক্ষ ১২৯ বিএসএফ ব্যাটালিয়নের সাথে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্যমূলক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

উক্ত পতাকা বৈঠকে বিজিবির ১৩ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে দেন লেঃ কর্ণেল মোঃ আব্দুল মোত্তাকিম, এসপিপি, পিএসসি, জি অধিনায়ক, কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এবং ভারতের পক্ষে ১৪ সদস্যের নেতৃত্ব দেন শ্রী সঞ্জয় কুমার, কমান্ডেন্ট, ১২৯ বিএসএফ ব্যাটালিয়ন। এছাড়াও উক্ত পতাকা বৈঠকের সময় উভয় দেশের স্টাফ অফিসার, কোম্পানী ও বিওপি কমান্ডার উপস্থিত ছিলেন |

বিজিবি জানায়, পতাকা বৈঠক আলোচনা পর্বে সীমান্তে বিজিবি-বিএসএফ এর নজরদারী বৃদ্ধি করা, গরু ও মাদক চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, বর্ডার গার্ড বাংলাদেশ এর জিরো টলারেন্স নীতির সমর্থনে মাদক পাচার বন্ধ করা এবং কোন সমস্যা সমাধানে তথ্য আদান প্রদান বিষয়ে ফলপ্রসু আলোচনা করা হয়।

এছাড়া দু’দেশের সীমান্তে কিছু উন্নয়নমূলক কর্মকান্ডের ব্যাপারে ফলপ্রসু আলোচনা হয় এবং দু’দেশের মধ্যে বিদ্যমান শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে সীমান্ত এলাকায় সৃষ্ট যেকোন অনাকাঙ্খিত ঘটনা একে অপরের সার্বিক সহযোগিতা ও যোগাযোগের মাধ্যমে দ্রুত সমাধান করে বিজিবি-বিএসএফ এর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক বজায় রাখার ব্যাপারে উভয় পক্ষ সম্মত হন।

বিজিবি ২২ ব্যাটালিয়ন, কুড়িগ্রামের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আব্দুল মোত্তাকিম বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন।