ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৪:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ধর্মপাশায় আকস্মিক অগ্নিকাণ্ড, প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, July 26, 2023 - 5:08 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 76 বার

ফারুক আহমেদ,ধর্মপাশা:সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়ন ৫নং ওয়ার্ড বাহুটিয়াকান্দা গ্রামের সামনে ধর্মপাশা-মহদিপুর সড়কের উত্তর পাশে ও ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম শামছুল হক আজাদ সাহেবের বাড়িতে অস্থায়ী মৎস্য অফিসের সামনে রাখা একটি বুলেট (আর.এক্স-২) গাড়ি আকস্মিক অগ্নিকাণ্ডে পুড়ে গেছে।

বুধবার (২৩জুলাই) রাত অনুমান সোয়া একটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কিভাবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে তা কেউ জানেনা। ধর্মপাশা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল আমিন খান এই সড়ক দিয়ে বাড়িতে যাওয়ার পথে এই অগ্নিকাণ্ড দেখে ধর্মপাশা দমকল (ফায়ার সার্ভিস) বাহিনীকে মোবাইলে কল করেন। পরে তারা এসে আগুন নিবায়। তবে দমকল বাহিনী আসার আগেই স্থানীয়রা বালতি, মগ, জগ দিয়ে পানি ছিটিয়ে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনে। দমকল বাহিনী চলে যাওয়ার পর ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান এসে পরিদর্শন করে দেখে যায়।

গাড়ির মালিক মোঃ শহীদ মিয়ার সাথে কথা বলা সম্ভব হয়নি। তবে তার ছোট ভাই (খালাতো ভাই) রওশন জামির বলেন, গাড়ির মূল্য হচ্ছে ১৮ লক্ষ টাকা। আর আমি মনে করি, কেউ শুত্রুতামি করে এই অগ্নিকাণ্ড ঘটিয়েছে। এব্যাপারে আমরা আইনি প্রক্রিয়া গ্রহণ করবো।