ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ২:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

বড়পুকুরিয়া কোলমাইন অফির্সাস ওয়েলফেয়ার এসোসিয়েশন নির্বাচনে,সভাপতি জাফর সাদিক সা:জাহিদুল ইসলাম

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, July 27, 2023 - 11:15 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 50 বার

মেহেদী হাসান, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : 
দিনাজপুরের বড়পুকুরিয়া কোল মাইন কোম্পানী লিঃ (বড়পুকুরিয়া কয়লা খনি) অফির্সাস ওয়েলফেয়ার এসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচনে মহাব্যবস্থপক (মাইনিং অপারেশন) খান মোঃ জাফর সাদিক সভাপতি ও ব্যবস্থাপক (ডিসিএন্ডএম) জাহিদুল ইসলাম সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

বুধবার দিনব্যাপী বড়পুকুরিয়া কোল মাইন কোম্পানী লিঃ এর সদর দপ্তরে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারন দ্বি-বার্ষিক নির্বাচনে নির্বাচিত অন্য সদস্যরা হলেন, সিনিয়ন সহ-সভাপতি পদে মহাব্যবস্থাপক (মার্কেটিং) নজমুল হক, সহ-সভাপতি পদে উপ-মহাব্যবস্থাপক (হিসাব) মোহাম্মদ ফাইজ উদ্দিন মৃধা, সহ-সাধারন সম্পাদক পদে উপ-ব্যবস্থাপক (জিএস) সাজিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে ব্যবস্থাপক (নিরাপত্তা) সৈয়দ মোহাম্মদ হোসেন, প্রফেশনাল সম্পাদক পদে উপ-ব্যবস্থাপক (ইনভেন্টরী) সাজ্জাদ হোসেন, অর্থ সম্পাদক পদে ব্যবস্থাপক (নিরিক্ষা) শহিদুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে উপ-ব্যবস্থাপক (নিরাপত্তা) আল আমিন, দপ্তর সম্পাদক পদে উপ-ব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ হানিফ। এছাড়া পরিষদের সদস্য পদে নির্বাচিত হয়েছেন ব্যবস্থাপক (এমডি) ইউনুস আলী সহকারী ব্যবস্থাপক (জিএস) মোহাম্মদ সাইফুল আনাম চৌধুরী ও সহকারী ব্যবস্থাপক (মেকানিক্যাল) সিএইচএম ইমরান কাদির।

প্রধান নির্বাচন কমিশনার উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ শরীফুল ইসলাম জানান,অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের ১৩টি পদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি, অর্থ সম্পাদক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এই তিনটি পদে প্রতিদ্বন্দি প্রার্থী না থাকায়, তাদেরকে বীনা প্রতিদন্দিতায় নির্বাচিত ঘোষনা করা হয়, এছাড়া বাকি ১০টি পদের বিপরিতে ২০জন প্রার্থী প্রতিদন্দিতা করেছেন, এসোসিয়েশিনের ১৫৪জন ভোটার প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করেন।