ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ২:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

মির্জাপুরে নৌকাডুবে বরের ভাইসহ ৩ জনের মৃত্যু

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, July 28, 2023 - 11:00 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 99 বার

মোঃ রুবেল মিয়া, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের মির্জাপুরে বিয়ে বাড়ি থেকে ফেরার পথে নৌকাডুবে বরের বড় ভাইসহ ৩ জনের মৃত্যু হয়েছে। বিয়ের অনুষ্ঠানে গিয়ে মৃত্যু এমন ঘটনা খুব নজর বিহীন। ঘটনাটি ঘটেছে উপজেলার তরফপুর ইউনিয়নে বৃহস্পতিবার বিকালে তরফপুর দক্ষিণপাড়া গ্রামে। বিষয়টি নিশ্চিত করেছেন তরফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজ রেজা।

মৃত ৩ জন হলেন, বহুরিয়া ইউনিয়নের মন্দিরাপাড়ার গ্রামের সাবেক মেম্বার ইন্তাজ আলীর ছেলে ও বরের বড় ভাই সিঙ্গাপুর প্রবাসি
রিপন মিয়া (৪০), একই গ্রামের কহিনুর মিয়ার মেয়ে ছিনহা (৮) এবং একই উপজেলার ভাওড়া ইউনিয়নের হাড়িয়া গ্রামের,বর্তমান পৌরসদরে ইউনিয়ন পাড়ায় বসবাসরত সরিষা ও তৈল ব্যবসায়ী হাজী সেলিম মিয়ার ছোট ছেলে কলেজ ছাত্র আসিফ মিয়া (২০)।

এদিকে মর্মান্তিক এ দুর্ঘটনায় বিয়ের আয়োজনে উৎসবের পরিবর্তে শোকের মাতম নেমে এসেছে। শুক্রবার সকাল ১১টায় নিহতদের জানাজা অনুষ্ঠিত হয়েছে বলে এলাকাবাসী সূত্রে জানা যায়।

প্রত্যক্ষদর্শী বরযাত্রী মো.মাসুম রানা এই প্রতিবেদক কে বলেন, বৃহস্পতিবার উপজেলার বহুরিয়া ইউনিয়নের মন্দিরাপাড়া গ্রামের ইন্তাজ আলীর ছেলে টুটুল মিয়ার সাথে একই উপজেলার তরফপুর ইউনিয়নের তরফপুর দক্ষিণপাড়া গ্রামের মো. মজনু মিয়ার মেয়ে লিপার সাথে বিয়ের দিন ছিলো। বিয়ের অনুষ্ঠানের খাবার খেয়ে বিকেলের দিকে বর ও কনে পক্ষের কিছু লোক জন মির্জাপুরের উদ্দেশে রওনা হলে মেয়ের বাড়ি থেকে তরফপুরের প্রধান সড়কে নৌকাযোগে যাওয়ার সময় ওই নৌকায় একটি সাপ উঠার সময় সেটিকে বাঁধা দিতে গেলে হুইহুল্লাতে নৌকাটি একটি পুকুরের মাঝখানে এসে ডুবে যায়। পরে সাতাঁর কেটে নৌকায় থাকা বেশ কয়েক জন পাড়ে উঠতে পারলেও তিন জন পানির তলদেশে নিখোঁজ হয়।

খবর পেয়ে বরসহ বিয়ে বাড়ির সকল
লোক জন ওই স্থানে এসে তাদের উদ্ধারের চেষ্টা চালায়। মাসুম আরও জানায়, সে নিজেই পানিতে ডুব দিয়ে প্রথমে রিপনকে পানির তলদেশ থেকে উদ্ধার করেন এবং পর্যায়ক্রমে শিশু ছিনহা ও কলেজ ছাত্র আসিফকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনার পর মির্জাপুরের ইউনিয়নপাড়া ও মন্দিরাপাড়া-তরফপুর বিয়ে বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

এ ব্যাপারে মির্জাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার বেলায়েত হোসেন বলেন, আমরা জানার আগেই নৌকাডুবির ঘটনায় মৃতদের স্থানীয়ভাবে উদ্ধার করা হয়েছে। এছাড়া আর কোন নিখোঁজের সংবাদ না পাওয়ায় কাউকে ঘটনাস্থলে পাঠানো হয়নি।