ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৯:৫০ অপরাহ্ন

কাপ্তাইয়ে এসএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার ৭৮.৬৮%, জিপিএ-৫ পেলো ৭৫ জন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, July 28, 2023 - 10:58 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 56 বার

অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি:- সারাদেশে একযোগে শুক্রবার (২৮ জুলাই) সকাল ১০টায় এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলায় এই বছর এসএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার ৭৮.৬৮% এবং মোট জিপিএ-৫ পেয়েছে ৭৫ জন শিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করেছে কাপ্তাই শিক্ষা বিভাগ।
যার মধ্যে পাশের হার এসএসসি পর্যায়ে ৭৬.৫৪% এবং দাখিল পর্যায়ে ৯৭.৫৯%।

কাপ্তাই মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সোশেল চাকমা বিষয়টি নিশ্চিত করে জানান, ২০২৩ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ১২১৫ জন। তৎমধ্যে পাশের সংখ্যা ৯৫৬ জন। এছাড়া মোট জিপিএ (৫) পেয়েছে ৭৫ জন শিক্ষার্থী। তবে দাখিল পরীক্ষায় কেউ জিপিএ-(৫) পাইনি বলে তিনি নিশ্চিত করেছেন।

এদিকে কাপ্তাই শিক্ষা বিভাগ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এইবছর কাপ্তাই উপজেলায় সর্বোচ্চ সংখ্যক জিপিএ(৫) এবং শতভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়ে প্রথম অবস্থানে রয়েছে কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ। বিদ্যালয়টি থেকে ৫১ জন শিক্ষার্থী জিপিএ(৫) পেয়েছে। এছাড়া কাপ্তাই বিউবো উচ্চ বিদ্যালয় থেকে ১৪ জন, কেপিএম স্কুল এন্ড কলেজ থেকে ৪ জন, নারানগিরি উচ্চ বিদ্যালয় থেকে ৪ জন, বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয় থেকে ১ জন এবং চিৎমরম উচ্চ বিদ্যালয় থেকে ১ জন শিক্ষার্থী জিপিএ-(৫) পেয়েছে।