ঢাকা | জানুয়ারী ৭, ২০২৫ - ১১:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

মরহুমা আয়েশা স্মরণে প্যারিসে দোয়া মাহফিল

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, July 28, 2023 - 5:32 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 969 বার

প্যারিস: প্রাক্তন জাতীয় সংসদ সদস্য ও একুশে পদকপ্রাপ্ত মরহুম আব্দুল জব্বার সাহেবের সহধর্মিনী মরহুমা আয়েশা বেগম এর ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিলের আয়োজন করা হয় ।

রাজধানী প্যারিসের অবারভিলা বাংলাদেশী কমিউনিটি জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন ।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সহ-সভাপতি ও খতিব সালেহ আহমেদ চৌধুরী , লিগ্যাল এইড‘র পরিচালক এম এ আজাদ। দোয়া পরিচালনা করেন বেলাল একাডেমি,বার্মিংহাম, যুক্তরাজ্যের প্রিন্সিপাল মাওলানা আব্দুল হাফিজ ।

উল্লেখ্য, মরহুমা আয়েশা বেগমের তিন মেয়ে ও আট ছেলে সন্তান রয়েছেন। তার মধ্যে মোহাম্মদ আবু জাফর রাজু বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রটোকল অফিসার ও অপর এক সন্তান আসম কামরুল ইসলাম সাবেক উপজেলা চেয়ারম্যান ও বর্তমানে কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

তিনি ২০০৪ সালের ২৬শে জুলাই মৃত্যুবরণ করেন ।