ঢাকা | জানুয়ারী ৮, ২০২৫ - ৯:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

“অশান্ত বিছানা”

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, July 28, 2023 - 5:33 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 603 বার

রুকসার রহমান

পৃথিবীটা এক দারুণ অশান্ত বিছানা,
স্বপ্ন দেখা রাত, পোহাতে না পোহাতে
হারিয়ে ফেলি সে, স্বপ্নে পাওয়া ঠিকানা।
ফেলে যাই সুখময়, কতশত রঙিন স্মৃতি,
তারপরও মানুষের, কি অদ্ভুত ভুল নিশানা,
পাওয়া না পাওয়ার, আজব সব বাহানা।
দুনিয়ার রংচং, মোহ, সুখ-শান্তি,আদর,
সবই বুঝি মিছে ফাঁকিবাজী ছাড়া কিছুনা।
এই জেগে স্বপ্ন দেখি আবার এই ঘুমে বিভোর,
অন্ধকারেও তাকিয়ে দেখি, হঠাৎ করে ভোর।
দিন ফুরিয়ে রাত হয়, রাত ফুরিয়ে আবার দিন,
নিবু আলোতেও স্বপ্ন বুনি, ভাবনারা যে রঙিন।
ভালোবাসারা রং বদলে, ঝাপসা চোখে চায়,
ভুল আকাশের স্বপ্ন দেখে, আলোটুকু হারায়।