বালাগঞ্জ উপজেলা শাখার খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত
হেলাল আহমদ বালাগঞ্জ সিলেট প্রতিনিধিঃ মজলিস কার্যালয় বালাগঞ্জে উপজেলা ছাত্র মজলিস সভাপতি কিবরিয়ার সভাপতিত্বে ও আবু সুফিয়ানের পরিচালনায় ছাত্র মজলিস কর্মী হাফিজ নাহিদ আহমদের তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি বালাগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওঃ সৈয়দ আলী আছগর, প্রধান বক্তা ছিলেন জেলার সাধারণ সম্পাদক, সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ) আসনের কাণ্ডারী জননেতা মাওঃ দিলওয়ার হুসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট পশ্চিম জেলা ছাত্র মজলিস সভাপতি ইমদাদুল হক ইমরান, জেলা খেলাফত মজলিসের সহ-সাধারণ সম্পাদক মাওঃ আশিকুর রহমান, জেলা যুব মজলিসের যুগ্ম আহ্বায়ক মুফতী হুসাইন আহমদ মিসবাহ, ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলার বায়তুলমাল সম্পাদক নাসিম আহমদ সোহাগ।
এ সময় উপস্থিত ছিলেন- খেলাফত মজলিস বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওঃ মিসবাহ উদ্দিন মিছলু, সাধারণ সম্পাদক মাওঃ গিয়াস উদ্দীন নোমান, যুব মজলিস বালাগঞ্জ উপজেলার আহ্বায়ক সাংবাদিক আবুল কাশেম অফিক, ছাত্র মজলিস বালাগঞ্জ উপজেলা শাখার বায়তুলমাল সম্পাদক নূর মুহাম্মদ ও বালাগঞ্জ সরকারি কলেজ শাখা সভাপতি আলী আমজদসহ প্রমুখ দায়িত্বশীলবৃন্দ।