ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ১০:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কেরানীগঞ্জে র‍্যাবের হাতে ৩ ভুয়া পুলিশ গ্রেফতার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, July 29, 2023 - 10:13 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 100 বার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃঢাকার কেরানীগঞ্জে প্রতারণার অভিযোগে ভূয়া ৩ পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব -১০ সদস্যরা। গ্রেফতারকৃতরা হলেন, দ্বীন ইসলাম, মোঃ ইমন ও মোঃ মেহেদী হাসান। শুক্রবার রাতে র‍্যাব-১০ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৭ জুলাই দিবাগত রাত সাড়ে ৮টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ঝিলমিল প্রকল্প এলাকায় একটি অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ জোড়া হ্যান্ডকাফ, ৩টি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ৯০ টাকা উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা পুলিশ পরিচয়ে প্রতারণাকারী চক্রের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন যাবৎ দক্ষিণ কেরাণীগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় নিজেদেরকে পুলিশের বিভিন্ন কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজি ও সাধারণ মানুষকে গ্রেফতারসহ বিভিন্ন প্রকার ভয়-ভীতি প্রদর্শনের মাধ্যমে মোটা অংকের অর্থ আত্বসাৎ করে আসছিল। এঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।