ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ১:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ঢাকার সমাবেশে তানোর স্বেচ্ছাসেবক লীগ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, July 30, 2023 - 12:54 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 28 বার

সোহানুল হক পারভেজ রাজশাহী : বাংলাদেশ আওয়ামী লীগের ভাতৃপ্রতিম(সহযোগী) সংগঠনের ডাকে ঢাকায় শান্তি সমাবেশ আয়োজন করা হয়েছে। জানা গেছে, ২৮ জুলাই শুক্রবার আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের ডাকে বায়তুল মোকাররম মসজিদ এলাকায় দিনব্যাপী শান্তি সমাবেশ আয়োজন করা হয়। এদিন দলের নেতা ও কর্মী-সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শান্তি সমাবেশ হয়ে উঠে স্মরণকালের সর্ববৃহৎ গণজমায়েত। ওদিকে দুপুরের আগেই বায়তুল মোকাররম মসজিদ এলাকা জনসুমুদ্রে পরিণত হয়ে উঠে। সমাবেশ এলাকায় পা-ফেলার জায়গা ছিল না।

এদিকে তানোর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকার শান্তি সমাবেশ যোগ দিয়ে তানোরের প্রতিনিধিত্ব করেছেন। তারা রাজশাহী-১ আসনের সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর পক্ষ থেকে ঢাকার রাজপথে মিছিল করে সমাবেশে যোগ দিয়েছেন। এতে রাজনৈতিক অঙ্গনে তানোরের মূখ উজ্জল হয়েছে। তানোর আওয়ামী লীগ, যুবলীগ বা ছাত্রলীগ যেটা পারেনি, সেটা করে দেখিয়েছে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীগণ।

তানোর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক রামিল হাসান সুইটের নেতৃত্বে, তানোর পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মনিরুজ্জামান শিবলন, কলমা ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি তানভীর রেজা, তালন্দ ইউনিয়ন ইউপি সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, পাঁচন্দর ইউনিয়ন ইউপি সেচ্ছাসেবক লীগের সভাপতি রাব্বি আল আমিন ও আব্দুল বারীপ্রমূখগণ। এদিন বিশাল শোডাউন দিয়ে শান্তি সমাবেশে যোগদেন তানোর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।#