ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ১:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ফুলবাড়ীতে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, July 30, 2023 - 12:52 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 125 বার

মেহেদী হাসান, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: অনাবৃষ্টি আর প্রচণ্ড তাপদাহে জনজীবন বিপর্যস্ত ,ভরা বর্ষাকালেও বৃষ্টি না হওয়ায় আবাদী জমি ফেটে চৌচির,নষ্ট হচ্ছে ফসল। অনেকেই রোপন করতে পারছে না আমন ধানের চারা। প্রচন্ড রোদ আর গরমে অতিষ্ট হয়ে পড়েছে সাধারণ মানুষ। তাই বৃষ্টির আশায় দিনাজপুরের ফুলবাড়ীতে বিশেষ নামাজ (সালাতুল ইস্তেখারা) আদায় করেছেন স্থানীয় এলাকাবাসীরা। রোববার (৩০ জুলাই) সকাল সোয়া ৮টায় উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের পানিকাটা দাখিল মাদ্রাসা মাঠে এই বিশেষ নামাজ (সালাতুল ইস্তেখারা) নামাজ আদায় করা হয়।

বিশেষ এ নামাজে ওই এলাকার প্রায় শতাধিক মুসল্লী অংশগ্রহণ করেন। সালাতুল ইস্তেখারা নামাজ পরিচালনা করেন, পানিকাটা দাখিল মাদ্রাসার সুপার মো. আরিফুল হক। নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন ৯৩ বছর বয়সি প্রবীন ব্যাক্তি আলহাজ্ব মাওলানা মো. আবুল হোসেন শাহ । স্থানীয় কৃষক মুন্না আলী ও আব্দুল গোফ্ফার বলেন,অনাবৃষ্টির কারনে জমিতে পানি না থাকায়,মাটি ফেটে চৌচির হয়ে গেছে। এতে আমন চাষাবাদ নিয়ে চরম সমস্যায় পড়তে হচ্ছে।

সে কারনে আমরা এই বিশেষ নামাজ আদায় করে আল্লাহর কাছে প্রার্থনা করেছি। পানিকাটা দাখিল মাদ্রাসার সুপার মো. আরিফুল হক বলেন, ভরাবর্ষা কালেও দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায়, এলাকায় পানির জন্য হাহাকার পড়েছে। বৃষ্টি বা পানির জন্য আল্লাহ সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। আল্লাহর কাছে চাওয়া সুন্নাত। আর চাওয়াকে আরবিতে সালাতুল ইস্তেখারা বলা হয়, অর্থাৎ পানির জন্য দোয়া করা। এই নামাজ তিন দিন পড়া হয়, সেই আলোকে আমরা শনিবার (২৯ জুলাই) সকালে প্রথম নামাজ আদায় করেছি, রোববার (৩০ জুলাই) দ্বতীয় নামাজ আদায় করলাম এবং সোমবার (৩১ জুলাই) তৃতীয় নামাজ আদায় করব ইনশাল্লাহ। আশা করি আল্লাহ্ আমাদের চাওয়া কবুল করবেন।