জেলা বিএনপির সদস্য সচিব কিবরিয়া স্বপনের বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ
মাহমুদুর রহমান (তুরান) ফরিদপুর জেলা প্রতিনিধিঃ ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপনের বাড়ির সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
রোববার (৩০ জুলাই) রাত ৮টার দিকে তার নিজ বাড়ির সামনে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।এ সময় স্বপন নেতা-কর্মি সহ বাড়িতে অবস্খান করছিল।
এ বিষয়ে এ কে কিবরিয়া স্বপন বলেন, ‘আজ রাত ৮টা ১৫ মিনিটে আমার বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে সন্ত্রাসীরা। আমি তখন বাসায় ছিলাম। প্রশাসনের কাছে সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি করছি।
এ বিষয়ে কিবরিয়া স্বপন এই প্রতিবেদককে আরো বলেন, আমাদের পক্ষ থেকে চলমান যে সরকারবিরোধী আন্দোলন চলছে তা নস্যাৎ করতে বিরোধী পক্ষ এ ঘটনা ঘটিয়েছে।
আমি এ হীন প্রচেষ্টার তীব্র নিন্দা জানাই। এছাড়া এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠিয়েছি। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।