ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ১০:২১ অপরাহ্ন

মাদারীপুরে বীর মুক্তিযোদ্ধার বসতঘরে হামলা-ভাঙচুর

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, August 5, 2023 - 11:55 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 54 বার

নিজস্ব প্রতিবেদক:মাদারীপুরের রাজৈরে জমি নিয়ে বিরোধের জেরে বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান হাওলাদারের বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

শনিবার (২৯ জুলাই) রাতে রাজৈর উপজেলার চর বদরপাশা এলাকায় বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে।

আজ শনিবার (৫ আগস্ট) বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান হাওলাদার এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান হাওলাদারের সঙ্গে প্রতিবেশী রফিক মাতুব্বর ও তার বড়ভাই জিয়ার মাতুব্বরের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে গেল শনিবার রাতে আতিয়ার রহমান হাওলাদারের বসতঘরে রফিক মাতুব্বর ও তার বড়ভাই জিয়ার মাতুব্বর লোকজন নিয়ে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এ সময় বসতঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। এছাড়া বাড়ির পাশে থাকা বেশকিছু গাছ কেটে ফেলারও অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। খবর পেয়ে রাতে ও সকালে দুইদফা ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান হাওলাদার বলেন, ‘এক থেকে দেড়শো লোক একত্রে জড়ো হয়ে আমার পরিবারের ওপর হামলা-ভাঙচুর ও লুটপাট করে। পরে বসতঘরের পাশের গাছপালা কেটে ফেলে তারা। এর নেতৃত্ব দেন রফিক মাতুব্বর ও জিয়া মাতুব্বর। এই হামলার ঘটনার বিচার চাই।’

হামলার ঘটনা অস্বীকার করে অভিযুক্তরা দাবি করেন, তাদের জমি দখলে নিতে চাইলে মিথ্যে অভিযোগ আনা হয়েছে।

অভিযুক্ত রফিক মাতুব্বর বলেন, ‘আমাদের কেউ ঘরবাড়িতে হামলা চালায়নি। শুধু দেয়াল ভেঙে ও গাছপালা কেটে জমি দখলে নিয়েছি। এটা আমাদের জমি, আদালত রায়ও দিয়েছে। এখন আয়িতার রহমান হাওলাদার ও তার পরিবারের লোকজন মিথ্যে অভিযোগ দিচ্ছে।’

এদিকে এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।

জানতে চাইলে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, জরুরি সেবা ৯৯৯ এ কল পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ব্যাপারে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।