খানসামায় শেখ কামাল হোসেন এর ৭৪ তম জন্মবার্ষিকী পালিত
মো.লায়ন ইসলাম খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় জাতির পিতা শেখ মুজিবুর জ্যেষ্ট পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল হোসেন এর ৭৪ তম জন্মবার্ষিকী পালিত।
শনিবার (৫আগষ্ট) উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা শেখ মুজিবুর জ্যেষ্ট পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল হোসেন এর ৭৪ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রথমে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ,দোয়া মাহফিল শেষে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা ও স্মৃতিচারন অনুষ্ঠানে।
উপজেলা ইউএনও মো.তাজ উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন এসিল্যান্ড মারুফ হাসান, মহিলা ভাইষ চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা প্রাণী সম্পদের অফিসার হুমায়ুন আহমেদ উপজেলা কৃষি অফিসার ইয়াজমিন আক্তার, ওসি চিত্তরঞ্জন রায়,উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, সদস্য,ফায়ার সার্ভিসের সদস্য ও উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
আলোচনা সভা ও স্মৃতিচারন অনুষ্ঠান শেষে শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।