ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৯:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ময়মনসিংহে কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় অনুদান দিলেন ওসি কামাল

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, August 6, 2023 - 7:58 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 94 বার

ষ্টাফ রিপোর্টারঃদরিদ্র, অবহেলিত ও অসচেতন কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করার জন্য একতা ব্লাড ও সামাজিক সংগঠনের নারী ইউনিটকে ২০,০০০/- টাকা অনুদান দিয়েছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ।

শনিবার (৫আগষ্ট) সন্ধ্যায় তিনি একতা ব্লাড ও সামাজিক সংগঠনের নারী ইউনিটের নেতৃবৃন্দের হাতে এই অনুদানের টাকা তুলে দেন।

এর কিছুদিন আগে ময়মনসিংহ সিটি করপোরেশনের অডিটোরিয়ামে ঐ সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ জানতে পারেন এই সংগঠন দরিদ্র জনগোষ্ঠীর কিশোরীদের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতায় ১ টাকার বিনিময়ে সেনেটারী ন্যাপকিন বিতরণ করে এবং তাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য বিভিন্ন সচেতনতামুলক কাজ করেন। সেই আলোকে তিনি সংগঠনের নেতৃবৃন্দকে এ কাজে সহযোগিতা করতে এই অনুদান তুলে দেন।

এসময় একতা ব্লাড সোসাইটি ও সামাজিক সংগঠনের মানবিক এবং সচেতনতামুলক এই কাজকে ওসি শাহ কামাল আকন্দ সাধুবাদ জানিয়ে তাদের পাশে থাকার অঙ্গীকার করেন।

তারই ধারাবাহিকতায় শনিবার সন্ধ্যায় তাঁর দপ্তরে একতা ব্লাড সোসাইটি ও সামাজিক সংগঠনের নারী ইউনিট এবং কর্মকর্তাদের হাতে নগদ ২০,০০০/- টাকা তুলে দেন। এসময় সমাজ সেবক আলী ইউছুফ সহ সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ধরনের সামাজিক ও মানবিক কাজে সহায়তা ও উৎসাহ প্রদান করায় ওসি শাহ কামাল আকন্দকে সমাজের বিভিন্ন পর্যায়ের নাগরিকবৃন্দ অভিনন্দন কৃতজ্ঞতা জানিয়েছেন।