ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ১১:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বিএনপি নেতা সাবেক মেয়র মিজানের জামিন লাভ, ভাইরাল ফেসবুক!

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, August 8, 2023 - 9:19 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 102 বার

সোহানুল হক পারভেজ রাজশাহী : রাজশাহী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান জামিন পাওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়া ফেসবুকে সাধু বাদ জানিয়ে ব্যাপক ভাইরাল হয়েছেন। গত রোববার ঢাকার জেলা জজ আদালত থেকে জামিন পান সাবেক মেয়র মিজানসহ আটক নেতাকর্মীরা।

জানা গেছে, গত ২৭ জুলাই দিবাগত রাতে ঢাকার ধানমন্ডি এলাকার এক বাসভবন থেকে মেয়র মিজানসহ বেশকিছু নেতাদের ডিবি পুলিশ আটক করে। পরদিন ২৮ জুলাই নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। গায়েবি মামলায় গ্রেফতারের ধারাবাহিকতায় সাবেক মেয়রসহ কেন্দ্রীয় নেতা রাজশাহী মহানগর বিএনপির সাবেক সম্পাদক শফিকুল হক মিলন ও জেলা যুবদল নেতা উজ্জল এবং তানোর উপজেলার পাঁচন্দর ইউপি যুবদল নেতা লুৎফর রহমান এবং পারিলা ইউপি যুবদল সভাপতি রানা শেখকে আটক করা হয়। ১০ দিন কারাভোগের পর জামিন পেলেন মেয়র।

তানোর পৌর সেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুর মোল্লা জানান, গত জুলাই মাসের ২৮ তারিখ শুক্রবার বিএনপির মহাসমাবেশে যোগদানের জন্য সাবেক মেয়র মিজানুর রহমান মিজান, কেন্দ্রীয় বিএনপির ত্রান বিষয়ক সম্পাদক সাবেক রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন, জেলা যুবদলের যুগ্ন সম্পাদক উজ্জল, পাঁচন্দর ইউপি যুবদলের সভাপতি লুৎফর রহমান ও পারিলা ইউপি যুবদলের সভাপতি রানা শেখ, সমাবেশের আগের দিন ঢাকায় যান। সেখানে গিয়ে তারা ধানমন্ডির এক বাসায় উঠেন। সেখান থেকে ডিবি পুলিশ বৃহস্পতিবার দিবাগত রাতে তাদেরকে ৫৪ ধারায় আটক করে কারাগারে প্রেরন করে। পরে তারা ১০ দিন ঢাকার কেরানীগঞ্জ কারাগারে ছিলেন। গত রোববারে জামিন পেয়ে সোমবার দুপুর ১২টার দিকে মুক্ত হন।

এব্যাপারে উপজেলা বিএনপির আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান আখেরুজ্জামান হান্নান জানান, সাবেক মেয়র মিজান তানোর উপজেলা বিএনপির আইকন ও তরুন প্রজন্মের অহংকার। জেল জুলুম করে মিজানসহ বিএনপির কোন নেতাকর্মীকে দমাতে পারবে না সরকার। এক দফার আন্দোলন শুরু হয়েছে দাবি পুরুন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। সরকারের পায়ের নিচে মাটি নেই বলেই বিরোধীদের সভা সমাবেশে ভয় পান। নিরপেক্ষ সরকারের অধীন ছাড়া বিএনপি কোনভাবেই নির্বাচনে যাবে না। সেটা সরকার বুঝতে পেরে অকারণে মিজানসহ নেতাদের আটক ডিবি পুলিশ।

তিনি আরও বলেন, অথচ ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা তানোর থেকে ঢাকার সমাবেশে গেলেও কোন কিছুই হয় না। আর আমাদের নেতারা গেলেই আটক হতে হয়। সরকার যদি এতই উন্নয়ন করে থাকেন তাহলে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে দেখুক জনগন কাকে চায়। সরকারের এতো কিশের ভয়। উন্নয়নের নামে সকল দিক থেকে দেশকে ধ্বংস করে দেয়া হয়েছে। বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। রোববার থেকে ফেসবুকে জামিনের বিষয়টি ছড়িয়ে পড়লে নেট দুনিয়ায় ব্যাপক ভাইরাল হয়ে পড়েছেন মিজানুর রহমান মিজান।