ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৪:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ভাঙ্গায় নানা কর্মসূচীর মধ্যে দিয়ে বঙ্গমাতা এর ৯৩ তম জন্মবার্ষিকী পালিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, August 8, 2023 - 10:32 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 129 বার

মাহমুদুর রহমান(তুরান)ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে বঙ্গমাতার প্রতিকৃতিতে পু®পমাল্য অর্পণ,মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ, শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু সম্পর্কে কুইচ প্রতিযোগিতা ও পুরাস্কার বিতরণ করা হয়। পরে তার (বঙ্গমাতার) কর্মময় জীবন নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন ।

এ সময় উপ¯ি’ত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন,উপজেলা চেয়ারম্যান এস.এম হাবিবুর রহমান,উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মাসুদুর রহমান, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়ারুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা রানী কুন্ড, বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধা এবং সাংবাদিকবৃন্দ।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেন, বঙ্গবন্ধু রাজনীতি করতে গিয়ে বেশীরভাগ কারাগারে কাটিয়েছেন। এ সময় তার সন্তানদের এই মহীয়সী নারী সদা আগলে রেখেছেন। তাদের মানুষ করার পিছনে সিংহভাগই তার অবদান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন এবং রাজনৈতিক কর্মকান্ডের উপর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের উৎসাহ এবং অবদান উল্লেখ করে তাকে মহীয়সী নারী হিসেবে অভিহিত করেন। তিনি আরও বলেন,তিনি পারিবারিকভাবে তিনি সন্তানদের যে আদর্শ শিক্ষা দিয়েছেন তার জ¦লন্ত প্রমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।