ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ৮:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

হাটহাজারীতে বঙ্গমাতা’র ৯৩জন্ম দিন উদযাপন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, August 8, 2023 - 2:54 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 359 বার

সুমন পল্লব হাটহাজারী চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের হাটহাজারীতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩তম জন্ম দিন উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর গতকাল মঙ্গলবার বিস্তারিত কর্মসূচি গ্রহন করেছে। কর্মসূচির মধ্যে ছিল বঙ্গমাতার প্রতিকৃতিকে পুস্প স্তবক অর্পণ,

সেলাই মেসিন বিতরন, মহিলা বিষয়ক দপ্তরে প্রশিক্ষনার্থীদের মধ্যে চেক বিতরন।
উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান, মহিলা ভাইস চেয়ারম্যান মোক্তার বেগম মুক্তা, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, ,

ওসি মোঃ মনিরুজ্জামান, ওসি (তদন্ত) নূরুল আলম, ইউ পি চেয়ারম্যান মোঃ জায়নুল আবেদিন, হারুন অর রশীদ, উপজেলা সমবায় কর্মকর্তা বিজয় কুমার নাথ, মহিলা বিষয়ক কর্মকর্তা এস এম জিন্নাত সুলতানা, এডভোকেট বাসন্তি প্রভা পালিত প্রমূখ। তাছাড়া বঙ্গমাতার প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন ছাড়া ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, হাটহাজারী মডেল থানা, হাটহাজারী পৌরসভার পক্ষ থেকে ও পুস্প স্তবক অর্পণ করা হয়।