মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক২২.১০১টি অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে জমিও ভূমি হস্তান্তর অনুষ্ঠান
কেরানীগঞ্জ প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জে সমগ্র বাংলাদেশের জমি ও ভূমিহীন দের প্রধানমন্ত্রী কর্তৃক ২২.১০১টি পরিবারের মধ্যে জমি ও ভূমি হস্তান্তর অনুষ্ঠান ঢাকার কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়েও অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিজা খাতুন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ সার্কেল ও সহকারী কমিশনার সালাউদ্দিন কুতুবী, উপজেলা প্রকৌশলী কাজী মাহমুদুল্লাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফখরুল আশরাফ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সবুজ হাওলাদার প্রমূখ।
এ সময় যারা গৃহ ও জমি পেয়েছে তারাও উপস্থিত ছিলেন। ইতিমধ্যে ইতিমধ্যে কেরানীগঞ্জে ১৭০ টি পরিবারের মধ্যে ঘর ও জমি প্রদান করা হয়েছে।