ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৫:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ইউএনও’র সহকারী পরিচয়ে স্বর্ণ আত্মসাৎ আট মাস পর স্বর্ণসহ প্রতারক গ্রেফতার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, August 10, 2023 - 8:17 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 55 বার

সুমন পল্লব হাটহাজারী চট্টগ্রাম প্রতিনিধি:হাটহাজারীতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)’র সহকারী পরিচয়ে আত্মসাৎ করা স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।

হাটহাজারী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে মঙ্গলবার নারায়ণগঞ্জ সদর মডেল থানা এলাকার স্বর্ণকার পট্টি থেকে এ স্বর্ণ (গলিত) উদ্ধার করেন। একই সাথে গ্রেফতার করা হয় আত্মসাৎকারী মোঃ রাসেল (৩৮) কে। সে শরীয়তপুর জেলার জাজিরা থানাধীন রড়কান্দি ইউনিয়নের জাজিরা মাদবর বাড়ির মৃত আব্দুল খালেকের পুত্র। থানা সূত্রে জানা গেছে, গেল বছরের ১৭ ডিসেম্বর হাটহাজারী কাচারী সড়কস্থ দিদার মার্কেটের স্বর্ণকানন জুয়েলার্স দোকান থেকে গ্রেফতারকৃত আসামি নিজেকে উপজেলা নির্বাহী অফিসারের সহকারী পরিচয় দিয়ে কৌশলে আট ভরি স্বর্ণালংকার নিয়ে চম্পট দেয়।

পরে দোকানের মালিক সুজন গুপ্ত থানায় মামলা দায়ের করে। মামলার পর পরই আত্মসাৎ করা স্বর্ণ উদ্ধার ও আসামি গ্রেফতারে পুলিশ মাঠে নামে। অবশেষে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও অফিসার ইনচার্জের নেতৃত্বে ও সার্বিক সহযোগিতায় মামলার আসামি ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়।